• Meni 1
  • Meni 1
  • Meni 1
  • Meni 1
  • Meni 1

রাজশাহী: শনিবার, ২৩ জুন ২০১৮

চাই সুষ্ঠু সুন্দর শিক্ষার পরিবেশ

শিক্ষাঙ্গনে দুর্নীতি পাপাচার
নীতি নৈতিকতার চরম অবক্ষয় হয়েছে বলে আজ সমাজের সব স্তরে সীমাহীন পাপাচার ছড়িয়ে পড়েছে। শিক্ষাঙ্গনে পরীক্ষার নামে যা চলছে সেটাকে কি বলবেন। পরীক্ষার মাত্রা যেমন বেড়েছে সেই সাথে বেড়েছে পরীক্ষায় নানা রকম দুর্নীতি। অথচ এই দুর্নীতির সাথে জড়িতদের এখনো শাস্তির আওতায় আনা গেলোনা। এখন চলছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার পূর্বে শিক্ষামন্ত্রী হুংকার এবং নানামুখি পদক্ষেপের পরও নিয়মিতই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে হচ্ছে। এদের ধরা যায়নি এবং কোন প্রতিকারও মেলেনি। গতকালও প্রশ্ন ফাঁসের বিষয়টি সমান ভাবেই ছিল আলোচনায়। পরীক্ষাকে ঘিরে এক ধরনের পাপাচার আর দুর্নীতি চলে আসছে সমানে গত কয়েক বছর ধরে। কিন্তু এ থেকে কি ভাবে উত্তরণ ঘটনানো যায় সেটা ভাবা হচ্ছে বলে দৃশ্যমান হয়নি।
যায় হোক এভাবে চলতে দেয়া যায় না। অবশ্যই শিক্ষাঙ্গন থেকে পরীক্ষা সংক্রান্ত পাপাচার আর দুর্নীতি দূর করতে হবে, দেশবাসী এই অবস্থা আর দেখতে চায় না। তারা চায় সুষ্ঠু সুন্দর পরিবেশ ও মান সম্মত শিক্ষা। তাদের সে চাওয়া পূরণ করতে হবে শিক্ষা মনন্ত্রণালয় ও সরকারকে। তাই আমরা মনে করি অনেক সময় গড়িয়ে গেছে। এক্ষেত্রে আর উদাসীন থাকার কোন অবকাশ নেই। আমরা আশা করি সরকার এক্ষেত্রে কোন ধরনের কালক্ষেপন না করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে যাতে দেশের আগামী প্রজন্ম পাপাচার ও দুর্নীতি মুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে