• Meni 1
  • Meni 1
  • Meni 1
  • Meni 1
  • Meni 1

রাজশাহী: শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮

প্রশিক্ষণ শেষে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া

স্টাফ রিপোর্টার : প্রজেক্ট হেড ওয়ে গ্রামার স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর অফিসে এ অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচাল আহসানুল কবির, সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন, প্রজেক্ট হেড ওয়ে গ্রামার স্কুলের প্রিন্সিপাল ওয়াহিদা রহমান, ভাইস প্রিন্সিপাল মেহেনাজ তাবাসুম, শিক্ষক ফারজানা আখতার, সুমনা নিগার, নুসরাত, এমওয়াই আসিফ ও সাবরিনা সরকার, কো অর্ডিনেটর হামেন্দ্র মূর্মূ। প্রশিক্ষক ছিলেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর ফারুক।