• Meni 1
  • Meni 1
  • Meni 1
  • Meni 1
  • Meni 1

রাজশাহী: মঙ্গলবার, ১৯ জুন ২০১৮

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন।

নিহতরা হলো- ঘোড়াঘাট উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের ছেলে হাসিবুর রহমান (১২) ও বিরামপুর উপজেলার পূর্ব পাড়া এলাকার এনামুল হকের ছেলে ওবায়দুর রহমান অভি (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টায় ঘোড়াঘাট উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের ছেলে হাসিবুর রহমান হরলাকুর গ্রামের সামছুর রহমানের দুই ছেলে মোটরসাইকেলযোগে ওসমানপুর বিজ্ঞান প্রযুক্তি মেলা দেখে বাড়িতে ফিরছিল।

ঘোড়াঘাট উপজেলা সুজা মসজিদ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাসিবুর রহমান নিহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘোড়াঘাট থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহ আলম জানান, সকালে বিরামপুর উপজেলার পূর্ব পাড়া এলাকার এনামুল হকের ছেলে ওবায়দুর রহমান অভি বিরামপুর উপজেলার থানাপাড়া কল্যানপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে। সে প্রতিবন্ধী। কিভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তদন্ত চলছে বলে জানান তিনি।

সানশাইন অনলাইন/এন এ