বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, (পোরশা, নওগাঁ): পোরশায় উৎসবমুখর পরিবেশে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের আয়োজনে প্রশাসন চত্বরে দুই দিনব্যাপী এ মেলার চমৎকারভাবে আয়োজন করা হয়েছে। ১৩ জানুয়ারি, সোমবার সকাল ১১টায় সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুন আর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজমুল হোসেন, নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল বাসির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্রী কনক রায়, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান মোঃ হামিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন রেজা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু।
মেলায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম শেখ।
সানশাইন/রাজন